ভ্রাম্যমাণ লাইব্রেরির আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

চাইহ্লাউ মারমা : মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর অধীন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২৮ মে সকাল ১০ ঘটিকায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইউনিটে ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা প্রসন্ন রায়, বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার প্রমুখ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিতে সাইনুএ মারমা প্রথম, করমিতা ত্রিপুরা ২য় ও সুইক্রাথুই মারমা ৩য় স্থান লাভ করে। আর চিত্রাংকন প্রতিযোগীতায় আসমা আক্তার ১ম, অর্পা বড়ুয়া ২য় স্থান ও ঝুমা চাকমা ৩য় স্থান লাভ করে। বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।