সাধারণ

বান্দরবানে ঝিড়িতে গোসল করতে নেমে ১পর্যটক নিহত, নিখোঁজ-২

মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে রোয়ংছড়ি উপজেলার তারাছা এলাকার বাদুরা র্ঝণায় গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু ও ২জন নিখোঁজ হয়েছেন। নিহত পর্যটকরা হলেন- মারিয়া ইসলাম(১৯)। অপর নিখোঁজরা হলেন- নারায়ণগন্জ জেলার ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মোঃ আহনাফ আকিব(২২) ও আদনিন(১৬)। ২৪শে ডিসেম্বর শুক্রবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনয়নের বেতছড়া এলাকার বাদুরা ঝর্ণায় এ দুর্ঘটনা ঘটে। ট্যুরিষ্ট পুলিশ উপ পরিদর্শক মোঃ এরশাদ হোসেন জানান আজ ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে আসা ১০ জন পর্যটকের একটি দল তারাছা এলাকার বাদুরা ঝিঁড়িতে বেড়াতে গিয়ে গোসল করতে নামার সময় এ ঘটনাটি ঘটে। এর মধ্যে ২জন নিখোঁজ রয়েছে। অপর ৮জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ২জনের উদ্ধারের কাজ করছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মান্নান জানান, বান্দরবান থেকে ১০জন পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদী পথে তারাছা ইউনিয়নের বেতছড়া বেড়াতে যায়। এ সময় সবাই বাদুরা ঝর্ণাতে গোসল করতে নামলে ঝিড়ির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ৭জনকে জীবিত উদ্ধার করলেও ২ জন নিখোঁজ হয় ও একজনের মৃত্যু হয়। নিখোঁজ ২জন ভাই-বোন বলে জানা গেছে। ঘটনা স্থলে রোয়াংছড়ি থানার একটি পুলিশের টিম গিয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button