নূপুর কাণ্ডে ওআইসিকে যে জবাব দিলো ভারত


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন /
নূপুর কাণ্ডে ওআইসিকে যে জবাব দিলো ভারত

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মহানবী স:-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। এমনকী এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছিল জাতিসঙ্ঘেও। কিন্তু ওআইসি সচিবালয়ের মন্তব্যকে স্রেফ অযৌক্তিক এবং সংকীর্ণমনা বলে বাতিল করে দিয়েছে ভারত সরকার।

এ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব অরিন্দম বাগচী বলেন, ‘ওআইসির সাধারণ সচিবালয়ের ভারত নিয়ে মন্তব্য শুনেছি। ভারত সরকার এই সমস্ত অযৌক্তিক এবং সংকীর্ণ মন্তব্যকে খারিজ করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ‘ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অপমানজনক মন্তব্য এবং টুইট করেছে একজন ব্যক্তি। তা কখনোই, কোনোভাবেই ভারতের দৃষ্টিভঙ্গি হতে পারে না। এমন ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘এটা দুঃখজনক যে ওআইসি সচিবালয় ফের বিভ্রান্তিকর এবং ক্ষতিকর মন্তব্য করেছে। এতে কায়েমি স্বার্থের আদেশে তাদের বিভাজনকারী মনোভাবই প্রকাশ পায়।’

উল্লেখ্য, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভারতের কানপুরের প্যারেড বাজার চত্বর। এর জেরে তাকে সাসপেন্ড করেছে বিজেপি। মহানবী স:-কে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের রেশ গড়িয়েছিল মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশেও। ইসলামের অবমাননা মোটেই ভালো চোখে নেয়নি তারা। প্রিন্স ফয়জল বিন ফারহান আল-সৌদের নেতৃত্বে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে তীব্র নিন্দা করেছিল। নূপুর শর্মাকে সাসপেন্ড করার পদক্ষেপকে স্বাগত জানায় তারা।
সূত্র : আজকাল