সাধারণ

৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার,সিএনজি জব্দ

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল।১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টা ২০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান,ধৃতরা হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী খারাইংগ্যা ঘোনার হোছন শরীফের ছেলে আনোয়ারুল ইসলাম(২০) ও একই ইউনিয়নের কাটাখালীর আবদুর রশিদের ছেলে মোঃ মুছা(২৬)। তাদের বর্ণিত স্থান থেকে গ্রেফতার পূর্বক সিএনজি গাড়ীতে অভিনব কায়দায় লুকায়িত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও সিএনজি গাড়ীটি জব্দ করা হয়। এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান,র‍্যাব-১৫’র এ কর্মকর্তা।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button