৪টি ইউপি’র নির্বাচিতদের ফলাফল ঘোষনা, ১টি ইউনিয়নের ফলাফল স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সদর উপজেলা ৫টি ইউনিয়নে ৪টি ইউপি’র নির্বাচিতদের ফলাফল ঘোষনা, ১টি ইউনিয়নের ফলাফল স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা সদর উপজেলার ৫ম ধাপের ৫টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪জন,গোলাবাড়ি ইউনিয়নের ১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত। বুধবার ৫ই ডিসেস্বর সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তীব্রশীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের ভোট দিতে দেখা যায়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেল তাদের ভোট প্রদান করেছেন। সকল ভোটাররা সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করতে দেখা যায়। তবে বিচ্ছিন্ন একটি ঘটনায় গোলাবাড়ি ইউনিয়নের ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। খাগড়াছড়ি সদর উপজেলার ৪টি ইউনিয়নের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্ঞান দত্ত ত্রিপুরা নৌকা প্রতীকে ২৪৪২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী প্রীতি বিন্দু চাকমা আনারস প্রতীকে ২০০১ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী মংচাপ্রুু মারমা(সুইপ্রুু) চশমা প্রতীকে পেয়েছেন ১৫৪৯ভোট। ৪নং পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তপন বিকাশ ত্রিপুরা নৌকা প্রতীকে ৩০৮০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৭০৬ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হেডম্যান নিবু লাল রোয়াজা চশমা প্রতীকে পেয়েছেন ১১৭৫ভোট। ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী(স্বতন্ত্র) সুজন চাকমা আনারস প্রতীকে ৫১৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী পরিমল ত্রিপুরা নৌকা প্রতীকে ৪৭৫২ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী মিন্টু বিকাশ ত্রিপুরা চশমা প্রতীকে পেয়েছেন ১৯৭৬ভোট।
২নং কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী(স্বতন্ত্র) সুনীল চাকমা ৪৬৭৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী সাউপ্রুু মারমা পেয়েছেন ২২৭৫ভোট ও মো: ইউসুফ আলী(ইসলামী আন্দোলন বাংলাদেশ)’র হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৩৩৫ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সুইনু মারমা চশমা প্রতীকে পেয়েছেন ৪০২ভোট। ৩নং গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উল্লাস ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ১৪৬৪ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ক্যউচিং মারমা ১৭১৮ভোট পেয়ে এগিয়ে আছেন। বিষ্ময় রঞ্জন ত্রিপুরা(স্বতন্ত্র) প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৮৪৩ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩০৬ ভোট। ১টি কেন্দ্র ঘোলযোগে স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা তাকিয়ে আছেন ১টি কেন্দ্রের ভোটের ফলাফলের দিকে। প্রচন্ড শীত ও কুওয়াশাকে উপেক্ষা করে সকাল থেকে নারী পুরুষের বা সাধারণ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। শীতকে উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিত হতে দেখা গেছে। সকাল ৮টা বাজতেই প্রতিটি ভোট কেন্দ্রেই প্রশাসনিক নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় পরিবেশে ভোট গ্রহণ শুরু হওয়ায় খুশি ভোটাররা। এদিকে ৪নং পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পুন:রায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় তপন বিকাশ ত্রিপুরাকে নবাজয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, এসএমসি, বিভিন্ন এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সবধরণের সকল প্রস্তুুতি নিয়ে সদর উপজেলার ৫টি ইউপি পরিষদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। ৫ই জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ‘নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। এছাড়া দুই প্ল্যাটুন বিজিবিসহ ২জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিম হিসেবে কাজ করছে। দায়িত্ব পালন করবে দুই প্ল্যাটুন র্যাব সদস্য। প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশ ও আনসার সদস্য।’ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসন মাঠে ও কেন্দ্রে, কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য সদর উপজেলায় ৫টি ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ৫ই জানুয়ারি এবার খাগড়াছড়ি সদর, পেরাছড়া, কমলছড়ি, গোলাবাড়ি ও ভাইবোনছড়া এই ৫টি ইউনিয়নে মোট ১৭জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এছাড়া ১৪১জন সাধারণ ও ৩৯জন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্ধিতা করেছেন। ৫টি ইউনিয়নে মোট ৪৯হাজার ২শ ৫৫জন ভোটার রয়েছেন। এরমধ্যে ২৪হাজার ৬শ ৩৭জন পুরুষ এবং ২৪হাজার ১৮জন নারী ভোটার। খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। এতে জানা যায়, চেয়ারম্যান পদে ২০জন, সাধারণ সদস্য পদে ১৫৬জন ও সংরক্ষিত মহিলা আসনে ৪৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ই ডিসেম্বর। আপিল ১৩-১৫ই ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ই ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯শে ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০শে ডিসেম্বর।