আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। ১৬ সেপ্টেম্বর সকালে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউপির ১নং ওয়ার্ড গুইমারা রিজিয়ন ও গুইমারা বিজিবি হাসপাতালের মধ্যবর্তী বিদুৎ অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মো. আমিনুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ খাগড়াছড়ি টু ঢাকা গাজী (ঢাকা মেট্রো: ব- ১৪-১৬৯১) শান্তি পরিবহনে অভিযান পরিচালনা করে যাত্রী মো. রফিকুল ইসলাম (৩০), পিতা- মৃত ওমর আলী হোসেন, মাতা- কদভানু, সাং- বাছা মেরুং পশ্চিম পাড়া, দিঘীনালা ইউপি, থানা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলার হেফাজত হইতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গুইমারা থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী সম্পর্কে কোন তথ্য পেলে, তা জানানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন গুইমারা থানা. পুলিশ।
আপনার মতামত লিখুন :