২০ মাস পর চালু হচ্ছে গুইমারাসহ পাহাড়ের ৪৮০০ পাড়াকেন্দ্র


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন /
২০ মাস পর চালু হচ্ছে গুইমারাসহ পাহাড়ের ৪৮০০ পাড়াকেন্দ্র

মোঃ আবদুল আলী : দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের শিশু শিক্ষার অন্যতম কেন্দ্র পাড়াকেন্দ্র। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১৬৫টি কেন্দ্রসহ মোট ৪৮০০ পাড়াকেন্দ্র পুনরায় চালু হচ্ছে, যা পাহাড়ি জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় পরিচালিত এই পাড়াকেন্দ্রগুলো শিশুদের প্রাথমিক শিক্ষা, কিশোরীদের স্বাক্ষরতা কর্মসূচি, নারীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করে। তবে ২০২৩ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই কার্যক্রম বন্ধ হয়ে যায়, যার ফলে স্থানীয় জনগোষ্ঠী চরম সংকটে পড়ে।

অবশেষে, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পের কার্যক্রম ২০২৪ সালের অক্টোবর থেকে পুনরায় শুরু হয়ে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৩০০ কোটি টাকা এবং ইউনিসেফ সহায়তা দেবে ১০০ কোটি টাকা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলার পরিচালক মতিউর রহমান জানান, প্রকল্প পরিচালকসহ (পিডি) উপজেলা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার ও পাড়াকর্মীদের নিয়োগ চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই এসব পাড়াকেন্দ্রের কার্যক্রম পুরোদমে শুরু হবে, যা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ প্রকল্প চালুর ফলে পাহাড়ি অঞ্চলের শিশু ও নারীরা আবারও শিক্ষাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।