সাধারণ

১৬ ডিসেম্বরের পূর্বেই নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,উখিয়া : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন এলাকা মাদক মুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন নাইক্ষ্যংছড়ি থানার  ওসি মোহাম্মদ  আলমগীর  হোসেন।
১৬ডিসেম্বরের মধ্যে মাদক মুক্ত দেশ ঘোষণা করতে যা যা প্রয়োজন,নাইক্ষ্যংছড়িতে সে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  নাইক্ষ্যংছড়িতে ৭টির ও বেশি মাদক মামলা এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে মাদক মুক্ত দেশ ঘোষণা করবে।তার জন্য সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ।
গত ২৫শে জুন ওসি হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় যোগদান করার পরপরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোহাম্মদ  আলমগীর  হোসেন। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৯ দিনে ২৩ জন কে কারাগারে পাঠানো হয়েছে । ওসি  আলমগীর  হেসেন জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ১৬ ডিসেম্বরের মধ্যে মাদক মুক্ত দেশ গঠনে সরকারের যে ঘোষণা রয়েছে, নাইক্ষ্যংছড়িতে তা বাস্তবায়ন করা হবে । বান্দরবান পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপারের নির্দেশনায় নাইক্ষ্যংছড়িকে বাসযোগ্য নিরাপদ মডেল নাইক্ষ্যংছড়ি থানায় রুপান্তরে নানাধরণের কর্ম পরিকল্পনাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
থানা’র ওসি( তদন্ত) কানো চৌধুরী  সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রতিটি ওয়ার্ড ভিত্তিক মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুসারে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে পুলিশী অভিযান অব্যহত থাকবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button