সাধারণ

১৫ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি মাটিরাঙ্গা জোনে নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি মাটিরাঙ্গা জোন সদরের হল রুমে নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জোন সদরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এ.এস.এম মঞ্জুরুল করিব পিএসসি। এসময় পার্বত্যাঞ্চল থেকে মাদক,চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মুলসহ পাহাড়ে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আাহবান জানান জোন অধিনায়ক লেঃ কর্নেল এ. এস.এম মঞ্জুরুল করিব পিএসসি। এসময় নিরাপত্তা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান,মাটিরাঙ্গা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আব্দুলাহ,মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হুক,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ,সাধারণ সম্পাদক সুভাষ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button