স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে টাস্কফোর্সের আলোচনা সভা নগদ অর্থ ও বই বিতরণ
পার্বত্য প্রেসক্লাবের এস চাঙমা সত্যজিৎকে ল্যাপটপ ক্রয়ের অর্থ প্রদান

মনির উদ্দিন মুন্না ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ১০ টি বিদ্যালয়কে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই ও ৮ টি ধর্মীয় প্রতিষ্ঠানে এবং ১৬ ব্যক্তিকে নগদ অর্থ বিতরণ করেছে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স।
টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দারিদ্রতা পেরিয়ে উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে বাংলাদেশ। আগামী ২০ বছরে অর্থাৎ ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ। যে দল দেশ স্বাধীন করেছে সে দলের পক্ষে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়নে এত বেশী কষ্ট হবে না বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে ও রেলি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান কান্তি লাল চাকমা, শরনার্থী নেতা হিরনময় চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে পার্বত্য প্রেসক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ কে ল্যাপটপ ক্রয়ের জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করেন টাস্কফোর্স চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন। পার্বত্য প্রেসক্লাবের সদস্যকে ল্যাপটপ ক্রয়ের অর্থ প্রদান করায় টাস্কফোর্স চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা।