সাধারণ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবানে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মংহাইসিং মারমা, বান্দরবান:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবানে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ২০২২ উপলক্ষে ১১ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বান্দরবান পৌর আওয়ামীলীগ এর আয়োজনে মোঃ শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক,পৌর আওয়ামীলীগ,এর সঞ্চালনায়,অমল কান্তি দাশ,সভাপতি বান্দরবান পৌর আওয়ামীলীগ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতির বক্তব্যে বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ বলেন স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙ্গালির ইতিহাসের একটি আবেগের দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সোনালী ফসল এই বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ৭১এর ৭ই মার্চ এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাসনের মাধ্যমে বাংঙ্গালী জাতির জন্য ছিলো মুক্তিযুদ্ধের একটি সংকেত, ৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদদের রক্ত ও ২ লক্ষ মা ভোনের আত্বত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, তাই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হলো বাংঙ্গালী জাতির জন্য এক ঐতিহাসিক দিন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে,বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমরা ঐক্যবদ্ধ,কোন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করা যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী,জেলা পরিষদের সদস্য,ও জেলা আওয়ামিলীগের ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,প্রশান্ত বড়ুয়া,অজিত কান্তি দাশ,কেলু মং সহ জেলা,শহর,পৌর,ওয়ার্ড আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । এসময় ৩০০০ জন দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল বিতরণ করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button