সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে চলেছে …………….মেজর জেনারেল এস এম মতিউর রহমান

প্রতিনিধি ঃ-পার্বত্য শান্তিচুক্তির ধারা মতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই পাহাড়ে উন্নয়ন তরান্বিত হচ্ছে। আগামীতে পার্বত্য চট্টগ্রামের আরো উন্নয়ন হবে। পাহাড়ের দূর্গম এলাকায় যেখানে ঠিকাদার যেতে পারেনি, সেখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেছে। সেনাবাহিনী যে কোন প্রয়োজনে মানুষের পাশে ছিল এবং থাকবে। আর পাহাড়ে সেনাবাহিনীর কারণে মানুষের আর্থ-সামাজিক অবস্থাার পরিবর্তন হয়েছে। দিন দিন তারা স্বাবলম্ভি হচ্ছে।
৯ জানুয়ারী বুধবার দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে প্রশাসনিক কর্মকর্তা ও স্থাানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়, কম্বল বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মিজানুর রহমান মিজান, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারমান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ।