সাধারণ

সেনাবাহিনী এবং লায়ন্সক্লাব যৌথ প্রচেষ্টায় বিনামূল্যে চক্ষু অপারেশন সেবা দান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা
বিলাইছড়ি প্রতিনিধি :-রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় সোমবার  ( ১৪ ফেব্রুয়ারী) বিলাইছড়ি জোনের উদ্যোগে এবং লায়ন্সক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু অপারেশন প্রদানের নিমিত্তে চট্টগ্রামে প্রেরণ করা হয়।
উক্ত চিকিৎসা সেবা প্রদানে এ্যাডজুটেন্ট ৬ বীর – এর উপস্থিতিতে সকাল ৮ ঘটিকায় বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১২ জন দূস্থ ও অসহায় চক্ষু রোগীদের চট্টগ্রামে যাতায়াত  এবং অন্যান্য খচর বাবদ- ১০,০০০ /=( দশ হাজার)   টাকা অনুদান প্রদান করা হয় ও তাদের বিনামূল্যে অপারেশনে জন্য বিলাইছড়ি জোন কর্তৃক লায়ন্স  ক্লাবের সাথে সকল প্রকার সমন্বয় সাধন  করে দেওয়া হয়।
উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের মত দূর্গম পাহাড়ী এলাকার অসহায় জনগণ সেনাবাহিনী এবং লায়ন্স ক্লাবের এ ধরনের  নিঃস্বার্থ সহযোগিতা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভবিষ্যতে দূর্গম পাহাড়ী অঞ্চলে সেনা বাহিনী এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জোন কমাণ্ডার, বিলাইছড়ি জোন অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button