সীমান্তসহ নিরাপত্তা রক্ষায় সার্বক্ষনিক তৎপর বিজিবি

রেজাউল করিম : ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্তি মহাপরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিরুল ইসলাম সিকদার বলেছেন, বর্তমান বিজিবি তৎকালিন ইপিআর। জীবন বাজি রেখে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে অনেকেই প্রাণ দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য বিজিবির যারা চির স্বরনীয় হয়েছেন, তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ ও সিপাহী নুর মোহাম্মদ অন্যতম। দেশের স্বাধীনতা যুদ্ধের গৌরব উজ্জল ইতিহাসকে হৃদয়ে ধারণ করে সকল বিজিবি জোয়ানকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে খেদাছড়া পলাশপুর জোন ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র সদর দপ্তরে আয়োজিত ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এর আগে প্রধান অতিথি জোন সদরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ৪০ বর্ডার গার্ড কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল ইসলাম সিগনাল । প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে প্রীতিভোজে অংশ গ্রহন করেন।্ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন,উপ-পরিচালক ও গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মো: আব্দুল হাই পিএসসি জি, রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম এর পরিচালক অপারেশন- লে: কর্ণেল রাহাত নেওয়াজ, গুইমারা বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতাল পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ হোসাইন সাদেক বিন সাঈদ এএমসি, যামিনী পাড়া ২৩ বিজিবি পরিচালক লে: কর্ণেল মোঃ মাহমুদুল হক,মাটিরাঙ্গা জোনের পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি, রামগড় ৪৩ বিজিবির পরিচালক লে: কর্ণেল মোঃ তারিকুল হাকিম পিএসসি,গুইমারা সদর দপ্তর ২৪ আর্টিলারী ব্রিগেড এর ডিএএএন্ডকিউএমজি মেজর নাফিদাত হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ,মাটিরাঙ্গা সার্কেল (পুলিশ ) মো: খোরশেদ আলম,মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন পিপিএম,মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা সোনালি ব্যাংক শাখার ম্যানেজার রুপায়ন চাকমা, উপজেলা হিসাব রক্ষন অফিসার ( অডিটর) রাসকিন চাকমা, মাটিরাঙ্গা সোনালি ব্যাংক ক্যাশিয়ার মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ প্রমুখ।