সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন /
সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

 

মানিকছড়ি প্রতিনিধি : সারাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি শনিবার  বিকেলে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল ও মহামুনি বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেমসহ দলের শীর্ষ নেতারা। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, গুম, খুনসহ নানা অন্যায়-অবিচার চলছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করা হয়েছে। দেশ অর্থনৈতিক সংকটে পড়ে গেছে এবং সাধারণ জনগণ চরম দুর্ভোগে রয়েছে। তবে এদেশের জনগণ কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ের প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

এসময় বক্তারা ভবিষ্যতে আরও শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।