সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৭:২০ অপরাহ্ন /
সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ

মানিকছড়ি, প্রতিনিধি

আ.লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং খুনি শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল, মহামুনি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের মাসনে সমবেত হন।

মিছিল পরবর্তি সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম,  সাধারণ সম্পাদক মো. মীর হোসেন ও যুগ্ম-সম্পাদক মো. আবুল কাশেমসহ উপজেলার শীর্ষ নেতারা। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আঠারো বছর আওয়ামীলীগ দুর্নীতি, গুম, খুন ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালিয়েছে। সেই সাথে সারাদেশ ফ্যাঁসিবাদী কায়েম করে অবৈধভাবে উপার্জন করা অর্থ বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। এক পর্যায়ে আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখনও সারাদেশে আ.লীগের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এদেশের মানুষ তাদের সকল ষড়যন্ত্রকে প্রথিত করবে। তাই আগামীর সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।