সাধারণ

সামান্য বৃষ্টিতে মহালছড়ি সরকারি কলেজ সংলগ্ন এলাকা পানিতে তলিয়ে জন দূর্ভোগ বাড়লেও প্রতিকারের উদ্যোগ নেই

রিপন ওঝা : প্রতি বছর বর্ষায় সামান্য বৃষ্টিতে মহালছড়ি সরকারি কলেজ সংলগ্ন এলাকা পানিতে তলিয়ে যায়। বীরমুক্তিযোদ্ধা আফতাবুল কাদের স্মৃতিস্তম্ভের হতে মহালছড়ি সরকারি কলেজ পর্যন্ত প্লাবিত হয়। ফলে খাগড়াছড়ি-রাঙ্গামাটি ও মহালছড়ি সদরের সাথে সকল যানবাহন চলাচল ২-৩ ঘন্টা বন্ধ থাকে। এ সময় পথচারীদেরও চরম দুর্ভোগে পড়তে হয়।

মহালছড়ি সরকারী কলেজ এর অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী বলেন, পার্শ্ববর্তী ছড়াটি খনন না করায় ২০১৫ সাল হইতে বর্তমান পর্যন্ত এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই কলেজের আসবাবপত্র, কক্ষের ফ্লোরসহ একাডেমিক ভবনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ছড়াটি(খাল) খননের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্ত আজ অবধি খাল খনন করার কোন লক্ষণ দেখতে পাচ্ছিনা। ছড়াটি খনন না হওয়া পর্যন্ত এর ভোগান্তি শেষ হবে না।

লাইনম্যান হারাধন বণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অতি আক্ষেপের সহিত বলেন, প্রতি বর্ষা মৌসুমে কলেজ মোড়ে বৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাস্তাটি ২/৩ ঘন্টা ডুবে থাকে,যা যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। এলাকাবাসীসহ সকল যাত্রীর পক্ষে বিরক্তিকর বিষয়। আশা রাখি, প্রশাসন এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন।

স্থানীয় পথচারী মংসানু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকা থেকে আগত পথচারী ও স্থানীয় জনসাধারণের ভোগান্তি পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও আজ অবধি কোন সুফল পাওয়া যায় নি।

এ বিষয়ে মহালছড়ি উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে খাল খননের জন্য গত বছর পরিদর্শনে এসেছিলেন এবং অতি দ্রুত খাল খননের কাজ করার আশ্বাস দিয়েছিলেন। নিজ উদ্যেগে যতটুকু সম্ভব খালের উপড় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button