সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ৪৫টি রিসোর্ট ও ৪০টি রেস্টুরেন্ট


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন /
সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ৪৫টি রিসোর্ট ও ৪০টি রেস্টুরেন্ট

 

প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি রিসোর্ট, ৪০টি রেস্টুরেন্ট এবং ৬০টি ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হোটেল-মোটেল মালিকদের মতে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকারও বেশি হতে পারে।
২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর প্রায় ১২টা ৫০ মিনিটের সময় প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের রিসোর্ট ও বসতবাড়িগুলোও দগ্ধ হয়। আগুন লাগার পরপরই খাগড়াছড়ি ও দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুক্তাকিম আহমেদ।