মো সোহেল রানা: সাজেকের রুইলুই পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে এ সহায়তা প্রদান করে।
বিজিবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহস্থালি সামগ্রী—থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ নগদ অর্থ সহায়তা দেয়। ১৩ মার্চ দুপুর ১২টায় সাজেকের রুইলুই পাড়ায় ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সহায়তা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
স্থানীয় বাসিন্দা লাল ছুয়ানা লুসাই, মাল সুমি পাংখোয়া ও কালা সোনা ত্রিপুরা জানান, ২৪ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ ক্লাবঘর, গির্জা ও কমিউনিটি সেন্টার পুড়ে যায়। বর্তমানে তারা কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছেন। বিজিবির সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, এই দুর্দিনে বিজিবি পাশে দাঁড়িয়ে সহায়তা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
সহায়তা প্রদান শেষে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তবে বিজিবি সামর্থ্য অনুযায়ী সহায়তা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :