সাধারণ

সাংবাদিকদের সাথে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র শুভেচ্ছা বিনিময়

 

প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে কমর্রত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
২৪ অক্টোবর শনিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যে আমরা সম্মেলিত প্রচেষ্টা চালিয়ে খাগড়াছড়ি জেলাকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলবো। এলাকার উন্নয়ন তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি জেলার সকলকে নিয়েই কাজ করতে চাই।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য, চৌধুরী আতাউর রহমান রানা, জীতেন বড়ুয়া, নুরুল আজম, এ্যাডকোকেট জসিম উদ্দিন মজুমদার, আবু তাহের মুহাম্মদ, আবু দাউদ, এইচ এম প্রফুল্ল, চাইথোয়াই মারমা, মো: জুলহাস উদ্দিন, রিপন সরকার, মুহাম্মদ সাজু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল চাকমা, মংশিপ্রু চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা ও পার্থ ত্রিপুরা জুয়েল প্রমূখ। ২৬ অক্টোবর সোমবার আলুটিলা খাস্রাং রেস্ট্রুরেন্ট এ সাংবাদিকদের নিয়ে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button