সাধারণ

স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কর্তৃক নিহার চাকমাকে সহায়তা প্রদান

রিপন ওঝা : স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কর্তৃক নিহার চাকমাকে অর্থস হায়তা প্রদান করা হয়েছে।
 নিহার চাকমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ক্যায়াংঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দাতকুপ্যা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন যাবৎপ্যারালাইসিসে ভোগছেন।
স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে হৌমিও ডাক্তার নিহার চাকমার হাতে নগদ অর্থ সহায়তা ও  একটি গিফট বক্স প্রদান করা হয় ।
২৭ সেপ্টেম্বর রবিবার অর্থ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৃতিরঞ্জন দাশগুপ্ত,সাধারণ সম্পাদক ডাক্তার সুকৃতি চাকমা,সহ সাধারণ সম্পাদক ডাক্তার সবিনয় চাকমা,কোষাধ্যক্ষ ডাক্তার সুপায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপাইন চাকমা প্রমূখ। এ সময় সহকর্মীরা নিহার চাকমার দ্রুত সুস্থতা কামনা করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button