সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আরিফ মাহমুদ : গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় খাগড়াছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬সেপ্টেম্বর বুধবার খাগড়াছড়ি সদর উপজেলার ১নং গরগজ্জ্যাছড়ি পাড়ায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশর আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস। সমাবেশে স্বাগত বক্তব্য উপস্থাাপন করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের প্রতিনিধি রিপু খীসা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ২০১৪ সালের ১২ জানুয়ারি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো দায়িত্বভার গ্রহন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং ও ১০ টি অর্থনৈতিক মেগাপ্রকল্প, ভিশন: ২০২১ এর লক্ষ্য ও অর্জন, রুপকল্প: ২০৪১, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র (এসডিজি), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দীর্ঘমেয়াদি রুপকল্প হিসেবে “বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা” এবং মধ্যমেয়াদি পরিকল্পনা হিসেবে দুটি “পঞ্চবার্ষিক পরিকল্পনা” প্রণয়ন করে। পরিকল্পনায় বিধৃত সামাজিক ও অর্থনৈতিক এজেন্ডা অর্জনের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে। এর ধারাবাহিকতায় ২০১৫-২০ মেয়াদে প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, দারিদ্র হ্রাস ও কর্মসংস্থাান সৃষ্টির মাধ্যমে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। এ পরিকল্পনার মূল উদ্দেশ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। বর্তমান সরকার বিগত ৯ বছরে এমডিজি ও এসডিজি বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি জনবান্ধব প্রশাসন, ডিজিটাল বাংলাদেশ, স্বাস্থ্যা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দুযোর্গ ব্যবস্থাাপনা ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতিতে আন্তর্জাতিক মহলে প্রসংশিত হয়েছে। আরো বক্তব্য রাখেন, কৃতীত্তম চাকমা, লুনা খীসা ও উক্রাসং মারমা। বক্তারা সবাই বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসংশা করে সরকারের উন্নয়ন কর্মসূচীতে সহযোগিতা ও অংশগ্রহন নিশ্চিত করার অনুরোধ জানান। এ মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার অগণিত নারী উপস্থিাত ছিলেন।