সবিতাকে ধর্ষণের পর পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে মোহন ত্রিপুরা

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গত মঙ্গলবার সবিতা ত্রিপুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়। হত্যা মামলায় মোহন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ। ৬ আগস্ট শুক্রবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে হত্যাকান্ডের রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মলন করেন পুলিশ সুপার আব্দুল আজিজ।
সংবাদ সম্মলনে জানানো হয়, মোহন ত্রিপুরা দীর্ঘদিন ধরে নিহত গৃহবধূ সবিতা ত্রিপুরাকে শারীরিক সম্পর্কের কু- প্রস্তাব দিচ্ছিল। সবিতা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দুপুরে বসতবাড়ির পাশেই মোহন ত্রিপুরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শ্বাসরোধ ও ঝিঁরির পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে মরাদেহ পাশের আরকটি ঝিঁরিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা ধন রঞ্জন ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করলে পুলিশ প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত বৃহষ্প্রতিবার মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে মোহন ত্রিপুরাকে আটক করে। মোহন ত্রিপুরা আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।-