সাধারণ

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেল কোয়ান্টাম ফাউন্ডেশন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’২০ পেল বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকাস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক প্রতিযোগিতায় এ পুরস্কার পায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনে মোস্ট ইমপ্যাক্টফুল ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে কোয়ান্টামের পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোটিভেশন এম. রেজাউল হাসান। কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল আমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওইদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে তরুণদের উদ্দেশে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন। বিশ্বব্যাপী যুব সমাজকে একত্রিত করার অন্যতম বৃহৎ এই প্লাটফর্মের বছরব্যাপী অনুষ্ঠানের জমকালো সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘তরুণরাই আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে, এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।’ পুরস্কার বিতরণীতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপিসহ উপস্থিত ছিলেন রুশ ফেডারেশনের তাতারস্থান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন প্রমুখ। গত জুনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছিলেন, চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের বাংলাদেশ ও বিশ্বের যুবরা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন, তার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নেয়া, যার মাধ্যমে তরুণদের ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননার এ আয়োজন করা হয়। প্রসঙ্গত, আত্মউন্নয়নমূলক কার্যক্রমসহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনাকারী কোয়ান্টাম ফাউন্ডেশন করোনার সময় ছয় হাজারের বেশি মরদেহের শেষকৃত্যে অংশ নিয়েছে। দেশব্যাপী প্রায় দেড় হাজার স্বেচ্ছাকর্মী দিন-রাত এ সেবা দিয়ে গেছে বলে জানা গেছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button