সাধারণ

শীতবস্ত্র বিতরণ করলেন মন্ত্রী বীর বাহাদুর পত্নী মে হ্লা প্রু

শ.ম.গফুর কক্সবাজার প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে রেজু-বরই তলী,তুমব্রু, উত্তর ঘুমধুম ও ঘুমধুমের বেতবনিয়ায় শীতার্ত মানুষের মাঝে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং’র সহধর্মিণী মে হ্লা প্রু মার্মা। প্রধান অতিথির বক্তব্যে মে হ্লা প্রু মার্মা বলেছেন, আওয়ামীলীগ গরীব দরদী,উন্নয়ন দরদী,প্রধান শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।পার্বত্য অঞ্চলের সব এলাকা আনাচে-কানাচে উন্নয়নে ভরপুর।পাহাড়ে জ্বলছে বিদ্যুতের আলো।ঘুমধুমের মানুষ বীর বাহাদুর প্রিয়।মানুষের অন্তরে বীর বাহাদুরের নাম।বীর বাহাদুর মানে একটি ইতিহাস বলেই জনগণই স্বীকৃতি দিয়েছে।তিনি আরোও বলেন,জেলার ৩৩ ইউনিয়নের মধ্যে ৩২টিতে আমার যাওয়া হয়েছে।এই প্রথম ঘুমধুমে আসলাম।আবারো আসবো কথা দিলাম। শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ২২ ডিসেম্বর বিকাল ৩টায় বেতবনিয়া বাজারস্থ ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পত্নী মে হ্লা প্রু মার্মা।সভাপতির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ। এরপর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের অন্তত ৫ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। একইদিন বারোটার দিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরেও শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি মে হ্লা প্রু মার্মা।এছাড়াও আরোও বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য ফাতেমা পারুল, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বশর চেয়ারম্যান,স্বাগত বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক,বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইয়াছাই মার্মা,নাইক্ষ্যংছড়ির ভাইস চেয়ারম্যান মংলা মার্মা,জেলা আওয়ামীলীগের সদস্য সুচিত্রা তংচঙ্গা,জেলা যুব মহিলালীগের সভাপতি সাইচিং প্রু, মার্মা,জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি,তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ,যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন,সাবেক ছাত্রনেতা চোচুমং মার্মা,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ শাহজাহান,জাহেদ হোসেন,ছৈয়দ নুর,তরুণ নেতা এম.ছৈয়দ আলম,ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হেমলাল বড়ুয়া, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন,সাবেক যিবলীগ নেতা মাহমদুল হক বাবুল,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃওসমান গনি প্রমুখ সহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, যুবলীগ,যুব মহিলালীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উল্লেখ্য সকালে রেজুর বরইতলী এবং সবশেষে উত্তর ঘুমধুমেও পৃথক ভাবে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।দিনব্যাপী প্রায় ২ সহস্রাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button