শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়ন না হলেও উন্নয়নের অগ্রযাত্রা থেমে নেই পার্বত্য এলাকায়….. দীপংকর তালুকদার এমপি

স্মৃতিবিন্দু চাকমা :
এতে সমাজকল্যাণ মন্ত্রনালয় ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর অর্থায়নে আত্ব সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতি জন ৩ হাজর ৫শত টাকা করে ৭৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও দুঃস্থ অসহায় গরীব ৭৬ পরিবারের মাঝে নগদ ৩ হাজার ৫শত টাকা করে বিতরণ এবং ক্যান্সার আক্রান্ত ৫ জন রোগীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার এমপি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবর্তক চাকমা সদস্য রাঙ্গামাটি জেলা পরিষদ, মোহাম্মদ ওমর ফারুক উপ পরিচালক জেলা সমাজ সেবা রাঙ্গামাটি। স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাবেক সদস্য ও উপজেলা অাওয়ামিলীগ সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম, সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কৃষকলীগ সাধারণ সম্পাদক জ্ঞানমিত্র চাকমা সঞ্চালনায় স্থানীয় শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।