শান্তিপূর্ন পরিবেশ দূর্গা পুজা উদযাপনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:
প্রতিনিধি : শারদীয় দূর্গা পুজা উৎসবের প্রস্তুতি নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে পুজা উদযাপন কমিটির নেতৃবৃেন্দর সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।
সভায় পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, খাগড়াছড়িতে শারদীয় দূর্গা পুজা উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থাা থাকবে।
সভায় উপস্থিাত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল পুজা ও বাংলাদেশ উদযাপন পরিষদের সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু, রামগড়ের তারেক মো: আব্দুল হান্নান, মাটিরাঙার জাকির হোসেন, মানিকছড়ির আব্দুর রশিদ, লক্ষীছড়ির আব্দুল জব্বার, মহালছড়ির নূরে আলম, দীঘিনালার আব্দুস সামাদ ও গুইমারার গিয়াস উদ্দিন এবং প্রত্যেক পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
এ বছর জেলায় ৫৪ টি মন্ডবে দূর্গা পূজা হবে। তার মধ্যে ৫৩ টি প্রতিমা পূজা ও ১টি ঘট পূজা হবে। জেলার ২৯টি পূজা মন্ডবকে অধিক গুরুত্বপূর্ণ, ৬টিকে গুরুত্বপূর্ণ ও ১৯ টি সাধারন হিসেবে চিহিৃত করে পুজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনে তিনস্তরের নিরাপত্তা বলয় থাকবে। মোতায়েন থাকবে ১০টি মোবাইল ও ২৪টি স্টাইকিং পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য। থাকবে সাদা পোষাকের পুলিশও।