সাধারণ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ

আনোয়ার হোসেন : “পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগার, খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলোৎপল খীসা, সদস্য ও আহবায়ক এ দপ্তর, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. বদিউল আলম, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি এবং জনাব ত্রিনা চাকমা, প্রধান শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র দপ্তরের প্রধান ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা।