সাধারণ

লামা সপ্তাহব্যাপী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ও প্রচার সপ্তাহ শুরু

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহন করি ; বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্বধারন রোধ করি’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় বান্দরবান জেলার লামা উপজেলার ইয়াংছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২১’ শুরু হয়েছে।



রবিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছাস্থ পরিবার কল্যান কেন্দ্রে ফিতা কেটে এ সেবা ও প্রচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দিদারুল হক চৌধুরী। এ উপলক্ষে ইয়াংছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মিলনায়তনে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছায়েদা আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনায় ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য আনাই মার্মা, মো. ইসমাইল ও মো. জিয়াবুল, ইয়াংছা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শহীদুজ্জামান, হলি চাইল্ড পাবলিক স্কুলের চেয়ারম্যান সাংবাদিক মো. তানফিজুর রহমান ও অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এথোয়াই মার্মা বিশেষ অতিথি ছিলেন। মিডওয়াইফ জেসি মার্মার সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন।



এ বিষয়ে ইয়াংছা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছায়েদা আক্তার মিলি জানায়, সেবা সপ্তাহের উল্ল্যেখযোগ্য কর্মসূচীর মধ্যে মা সমাবেশ, কিশোরী সমাবেশ, স্যাটেলাইট ক্লিনিক পরিচালনাসহ নানাবিধ কর্মসূচী সপ্তাহ ব্যাপী পালিত হবে। এছাড়া উপজেলার ৮টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রও এক যোগে সেবা সপ্তাহ পালিত হচ্ছে বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button