লামা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রিয়দর্শী-সাধারণ সম্পাদক কামরুজ্জামান

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ৩০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারন সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে দৈনিক সমকাল ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া, সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি মো.তানফিজুর রহমান এবং সাধারন সম্পাদক পদে দৈনিক সাঙ্গু প্রতিনিধি মো. কামরুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়, দৈনিক পূর্বদেশ, ইংরেজি দৈনিক এশিয়ান এজ ও অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকমের প্রতিনিধি মো. নুরুল করিম আরমান, অর্থ-সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক হিমছড়ি প্রতিনিধি নবীর উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম. বশিরুল আলম, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি রফিক সরকার, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মংছিংপ্রু মার্মা। নির্বাচনে সাহাব উদ্দিন রিটু ও মংছিংপ্রু মার্মা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন কমিশনার সাহাব উদ্দিন রিটু।