সাধারণ

লামায় স্যাপলিং কর্মসূচির ক্লোজআউট

মো. নুরুল করিম আরমান:

লামা প্রতিনিধি বান্দরবানের লামা উপজেলায় স্যাপলিং কর্মসূচির ক্লোজআউট সভা মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও প্রকল্পের হেড অফ ইএলএ মিরাজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। সভায় বাস্তবায়িত প্রকল্পের উপর বিস্তারিত তুলে ধরেন ডিরেক্টর (এম.এন্ড.ই) রোজিনা বেগম ও ডিআরআর ম্যানেজার প্রিয়াংকা নাগ। তারা বলেন, স্যাপলিং কর্মসূচি গত ৬ বছর ধরে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৫৬৫টির পাড়ায় খাদ্য নিরাপত্তা, মা ও শিশু স্বাস্থ্য এবং দূযোর্গ ঝুঁকি হ্রাসকরণের উপর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। এতে উপকারভোগী ছিলেন প্রায় ২৩ হাজার মানুষ। বাস্তবায়িত কাজের উপর সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে উপজেলায় এ ধরণের আরো প্রকল্প গ্রহণের দাবী জানান, সভার প্রধান অতিথি মোস্তফা জামাল ও সভাপতি মোস্তফা জাবেদ কায়সার। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সচিব, সকারী বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের মাঠ সহায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button