সাধারণ

লামায় স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কোভিড-১৯ টিকা পেল কোয়ান্টামের ৮৪৬ শিক্ষার্থী

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম ফাউন্ডেশনে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কোয়ান্টামের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী ৮৪৬ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করে স্বাস্থ্য কর্মীরা। এর মধ্যে ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রী রয়েছে। টিকা প্রদানের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল আমিন বলেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ মূলত দুর্গম পাহাড়ে বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ডিসেম্বরের ছুটিতে এ স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি হওয়ার আগে এ টিকা পাওয়ায় কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে রেহাই পাবে শিক্ষার্থীরা। তিনি আরো বলেন, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগেই টিকা দেয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীদের টিকা প্রদানে সহযোগিতা করায় স্বাস্থ্য অধিদপ্তর, বান্দরবান জেলা সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button