সাধারণ

লামায় স্কুল ছাত্রীদের অন্ত:উপজেলা কারাতে প্রতিযোগীতা :

প্রথম স্থান অর্জন করলো লামা উপােজলা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
‘আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক’ এ স্লোগানকে প্রতিপ্রাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উদ্যোগে মেয়েদের আন্ত:উপজেলা কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে লামা, আলীকদম, নাইক্ষংচড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সংস্থার সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। ৩০ জন করে দুটি দলে বিভক্ত হয়ে ৬০জন ছাত্রী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় লামা উপজেলা প্রথম, আলীকদম দ্বিতীয় ও নাইক্ষংছড়ি উপজেলা তৃতীয় স্থান অর্জন করে। পরে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বিজয়ী ছাত্রীদের মধ্যে ব্যাগ ও ক্রেষ্ট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, গ্রাউসের রিপোটিং এবং মনিটরিং কর্মকর্তা পাখওয়াম বম, ফোকাল পার্সন মেহেরুন্নেছা ও কমিউনিটি মোবিলাইজার বাপ্পী। লকডাউনের আগে গ্রাউসের আয়োজনে সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় ৪০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজন চার হাজার টাকা করে ৪০জন প্রশিক্ষণার্থীকে ব্যাগ, ২ সেট ড্রেস প্রদান করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button