লামায় লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের শীতবস্ত্র পেল দুর্গম পাহাড়ের ৭০০ শীতার্ত মানুষ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ৭০০জন শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্টি ও বাঙ্গালী নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল। স্বেচ্ছাসেবী সংগঠন শেয়ার এন্ড কেয়ার ও মেরিডিয়ান এগ্রো গ্রুপের সহযোগিতায় রবিবার দুপুরে উপজেলার সরই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। মেরিডিয়ান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে মেরিডিয়ান এগ্রো গ্রুপের চেয়ারম্যান মিসেস কোহিনুর কামাল, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উল আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ডিস্ট্রিক্ট জয়েন্ট ট্রেজারার বেলাল উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে যোহন হেডম্যান পাড়ার মাইতি ত্রিপুরা ও রুনতি ত্রিপুরার হাতে শীতবস্ত্র তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।