সাধারণ

লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রিয়াদ (৫) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা আশ্রয়ন প্রকল্পের পুকুরে এ ঘটনা ঘটে। রিয়াদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. রুবেলের ছেলে।
সূত্র জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে রিয়াদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা অনেক খোঁজাখুঁিজর পর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button