সাধারণ
লামায় নির্মাণ শ্রমিক সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় নির্মাণ শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল শুক্রবার বিকালে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন। পৌর এলাকার মধুঝিরিস্থ সমিতির কার্যালয়ে সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কাউন্সিলর মো. কামাল উদ্দিন ও জাকির হোসেন, উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক মো. আজিমুল ইসলাম প্রমূখ। প্রসঙ্গত, ২০১৯ সালের ১ মে সমিতিটি প্রতিষ্ঠা লাভ করে।