সাধারণ

লামায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যবসায়ী নিহত : আহত ২

 মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ২ মোটর সাইকেল আরোহী। বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছড়া এলাকার নাছির উদ্দিনের বাড়ির পাশে এ দূর্ঘনা ঘটে। নিহত মো. সেলিম বামহাতির ছড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী সেলিম মোটর সাইকেল যোগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দ্রুত গতিতে ছেড়ে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিমসহ অপর মোটর সাইকেল আরোহী মো. ফরিদুল আলম ও মাইনুদ্দিন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী মো. সেলিমকে মৃত ঘোষনা করেন। এদিকে স্থানীয় পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার যোহরের নামাজের পর নিহত সেলিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানা গেছে। দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী সেলিম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button