লামায় আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে কৃষি উপকরণ পেল ১৮৪ কৃষাণ কৃষাণী

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : আর্থ-সামাজিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে বান্দরবানের লামা উপজেলার ১৮৪ জন দরিদ্র কৃষাণ কৃষাণীকে বিনামূল্যে মুরগি ও আলু বীজ প্রদান করেছে কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২। উপজেলার রুপসীপাড়া, লামা সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়নের উপকারভোগীকে এসব প্রদান করা হয়। দেয়া হয় ৩৬৮ কেজি মুরগি ও ৯২০ কেজি আলু বীজ। এ উপলক্ষে রুপসীপাড়া ইউনিয়নের দরদরী মার্মা পাড়ায় এক বিতরণ অনুষ্ঠানে এগ্রো ইকোলজি প্রকল্পের বান্দরবান জেলার জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উশিনু মার্মা, প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদার, সাংবাকি মো. নুরুল করিম আরমান ও স্থানীয় কারবারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুরগি ও আলু বীজ বিতরণের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, মূলত উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবারের সদস্যদের পুষ্ঠি চাহিদা মেটাতে এসব মুরগিসহ আলু বীজ প্রদান করা হয়েছে।