সাধারণ

লামার কোয়ান্টাম ফাউন্ডেশনে সাড়ে তিন হাজার কন্ঠে উচ্চারিত ‘ইনশাল্লাহ সব সম্ভব’

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় বছরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হলো কোয়ান্টাম ফাউন্ডেশনের ৩০তম বর্ষবরণ অনুষ্ঠান। এদিন সূর্যোদয়ের পর কোয়ান্টামে প্রশান্তিময় পাহাড়ি পরিবেশে মেডিটেশন কেন্দ্র আরোগ্য শালার ধ্যানমঞ্চ ও সংলগ্ন স্থানে সমবেত হন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা, সকলকর্মী ও তাদের পরিবারবর্গ, স্থানীয় অধিবাসী ও দেশের নানাপ্রান্ত থেকে আসা অতিথি সহ সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। অনুষ্ঠান তরুনদের প্রতি সমমর্মিতা প্রকাশের প্রত্যয় বাণী নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে বিশেষ অডিও আলোচনা ‘ইনশাল্লাহ সব সম্ভব’। এ সময় স্থানীয় অধিবাসী ও সবাই যেন শারীরিক-মানসিকভাবে আরো সুস্থ, কর্মক্ষম ও শোকর গোজার হতে পারেন, এ লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন অর্গানিয়ার এম. মাকসুদ হোসাইন। কোয়ান্টামের ৩০তম বছরটিকে ঘোষণা করা হয়েছে ‘তারুণ্যের প্রতি সমমর্মিতার বছর’ হিসেবে। কারণ এখনকার কিশোর-তরুণরাই আগামীর ভবিষ্যৎ রচনা করবে। তারা যেন আত্মবশ্বিাস ও নৈতিক শক্তিতে উজ্জীবিত হতে পারে এজন্যে দোয়া করা হয়। দোয়া শেষে নতুন প্রত্যয়বাণী ‘ইনশাল্লাহ! সব সম্ভব!’ উচ্চারিত হয় উপস্থিত সবার কণ্ঠে। সকালে বর্ষবরণ ও দোয়ার অনুষ্ঠানের পরপরই সালাম চত্বর মাঠে শুরু হয় মেলা। যেখানে ছিল দেশি পিঠা-পুলি ও হরেক দেশজ সামগ্রীর স্টল। আরো অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা। হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যে একাত্ম হয় কোয়ান্টাম লামা সেন্টারে রেসাত শতাধিক কর্মী ও তাদের পরিজন এবং এলাকাবাসী। তারপর সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।গান-কবিতা-কৌতুকের পাশাপাশি এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে উৎসবমুখর এই আয়োজন জুড়ে ছিল সুন্দর আগামীর প্রত্যাশা ও আনন্দের স্ফুরণ। ১৯৯৩ সালের ১ জানুয়ারি শিথিলায়ন মেডিটেশনের ক্যাসেট অডিও উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল কোয়ান্টামের পথচলা। সুস্বাস্থ্য, প্রশান্তি ও সাফল্যের জন্যে ধ্যান চর্চা ও সৃষ্টির সেবায় অংশগ্রহণের প্রচেষ্টায় সবস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে শুভ উদ্যোগ নিয়েছিল কোয়ান্টাম, ২০২২ সালের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে তারূপ নিয়েছে ৩০ বছরের এক দীর্ঘযাত্রায়। প্রতি বছরের সূচনালগ্নে তাই যৌথ মেডিটেশন আর নতুন বছরের প্রত্যয় নিয়ে কোয়ান্টাম পরিবারের সদস্যরা এ লক্ষ্যে সারাদেশ জুড়ে ফাউন্ডেশনের সেন্টার-শাখা-সেল গুলো বছরের প্রথম শুক্রবার আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button