সাধারণ
লংগদুতে ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো.গোলামুর রহমান : ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।এতে সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ঝান্টু),মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন প্রমূখ। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন লংগদু উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, লংগদু থানা ও বীর মুক্তিযোদ্ধারা। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এমন একটি নাম, যার আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ এতো সুন্দর স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে সাধারণ মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয় এবং দেশ স্বাধীন করে।