
মো.গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় মহান শিক্ষক দিবস উপলক্ষে ব্রাক এনজিও’র সহযোগীতায় জাতীয় শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার ( ২৭ ই অক্টোবর) সকাল ১০টায় লংগদু উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী শুরু করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনি রায় (ভারপ্রাপ্ত) , লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম(ঝান্টু), লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এম কে ইমাম উদ্দিন, লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান। এছাড়াও কলেজের অধ্যাপক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। বর্নিত কর্মসুচীর মুল প্রতিপাদ্য “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্হার রুপান্তর শুরু” বিষয়ে আমন্ত্রিত অতিথি এবং শিক্ষকগন বক্তব্য তুলে ধরেন।বক্তাগন শিক্ষা ব্যবস্হার সার্বিক উন্নয়ন তথা আধুনিক পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে পারস্পারিক সহযোগীতা কামনা করেন।