সাধারণ

লংগদুতে মারিশ্যাচর বায়তুন নুর নূরাণী মাদ্রাসার শুভ উদ্বোধন

মো.গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি:

অবহেলিত গ্রামের ছোট ছোট শিশু বাচ্ছাদের কুর আন হাদিস শিখার লক্ষে,লংগদু উপজেলার বগাচতর মারিশ্যাচর এলাকায় বায়তুন নুর নূরাণী ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়। শুক্রবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উক্ত মাদ্রাসার শুভ উদ্বোধন করে, রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এড. মোক্তার হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসা সুপার মাও. মামুন এর সঞ্চালনায় এবং বগাচতরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এড. মোক্তার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব হয়না, কিন্তু সু-শিক্ষিত মানুষের অভাব হয়। তাই সু-শিক্ষিত জাতী বা মানুষ গড়ার লক্ষে এইসব মাদ্রাসা গুলোর বিকল্প নাই। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান মাও.আব্দুল আলীম, মাইনী মাদ্রাসার সুপার ফেরদৌস আলম, মাইনী মাদ্রাসার আলীমের প্রভাষক মাও.ওসমান,লংগদু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. নাছির উদ্দীন মাও. আশ্রফ আলী, ওয়াছেক পাড়া মাদ্রাসার সুপার মো.আলী,মারিশ্যাচর (মৎস) বিএফ ডিসি কর্মকর্তা ইসমাইল হোসেন সহ বিভিন্ন মাদ্রাসা স্কুলের শিক্ষক ও অভিভাবক বৃন্দ। এসময় বক্তারা বলেন, বাচ্ছাদের মাদ্রাসায় লেখাপড়া করালে ইসলামী শরিয়াহ মোতাবেক জীবন চালাতে তাদের সহজ হবে। আর এই মাদ্রাসা গুলো থেকে একদিন দেশ ও দশের কাজ করতে পারে এমন ছাত্র তৈরী হবে। এরাই হবে জাতীর ভবিষ্যৎ। শেষে উক্ত মাদ্রসার উজ্জল ভবিষ্যৎ কামনায় মাওলানা আশ্রাফ আলীর দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button