সাধারণ

লংগদুতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

লংগদু প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ জননেতা দীপংকর তালুকদার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও একটি আধুনিক বাংলাদেশ পেতাম না।আজ এই শ্রেষ্ঠ মানুষটির ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহানায়ককে। ১০ জানুয়ারি রবিবার  বঙ্গবন্ধুর  স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামিলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এ শ্রদ্ধা নিবেদন করেন।
 দীপংকর তালুকদার এমপি তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধুর সেই স্বাধীন দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নয়ন প্রকল্পে স্বপ্নের সেই পদ্মা  সেতু,  কর্ণফুলী টানেলের মত বড় বড় অর্জন সম্ভব হয়েছে।
এসময় লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এর পরিচালনায় ,স্বাগত বক্তব্য রাখেন, রাংগামাটি জেলা যুবলীগের সদস্য শাহ নজরুল ইসলাম খোকন। এছাড়াও বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, রাংগামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, লংগদু উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button