সাধারণ
লংগদুতে প্রশাসনের উদ্যোগে ডিজিটাল দিবস পালিত

রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রেলী – সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার, (১২ডিসেম্বর) সকালে লংগদু উপজেলা প্রধান সড়কে রেলী করে শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তি গণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের প্রতিপাদ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অর্জন। উপকৃত হচ্ছে দেশের সকল জনগণ। বক্তারা বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ৪১ সনে উন্নত দেশ হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তরিৎগতিতে যা কিছু করা অসম্ভব ছিলো বর্তমান ডিজিটাল বাংলাদেশে অনলাইনে তা সম্ভব হচ্ছে। এন্ড্রয়েট মোবাইলের মাধ্যমে গুগলে সার্চ করলে যে কোন তথ্য পাওয়া যায়।
বক্তারা আরো বলেন, ছাত্ররা আগে বিশ্ব বিদ্যালয়ে ভর্তির জন্য সেখানে যেতে হত। এখন অনলাইনে ভর্তি হচ্ছে। এখনকার ছাত্ররা যা উপকৃত হচ্ছে তা আগে ছিলো না। এখানে সুফল যেমন আছে তেমনি কুফলও আছে । খারাপ দিককে পরিহার করে সুফলকে কাজে লাগাতে হবে।
শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস-২১ উপলক্ষে গতকাল ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।