সাধারণ

লংগদুতে প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মুনাজাত করা হয়।
১৪ই ডিসেম্বর ( মঙ্গলবার)সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈলনুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক মুক্তি যুদ্ধা,রাজনৈতিক ব্যাক্তি সহ অনেকেই।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, আজকের এই দিনে পাকিস্তানিরা আমাদের দেশের অনেক শিক্ষক,কবি সাহিত্যিক, সাংবাদিক,বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যার কারণে আমরা ঘুরে দাড়াতে অনেক পিছনে পড়েছি। ওরা কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হোক। আজকের এই দিনে যাদের হত্যা করা হয়েছে জাতীর এই সূর্য সন্তানদের প্রতি বাঙ্গালী জাতীর বিনম্র শ্রদ্ধা রইলো

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button