সাধারণ

লংগদুতে নতুন এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

মোঃ গোলামুর রহমান : রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গম এলাকা আটারকছড়া ইউনিয়নে পৌঁছেছে বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ দিনের স্বপ্নপুরণ হতে যাচ্ছে দুর্গম এলাকার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ির সাধারণ মানুষের। ২৮জুলাই মঙ্গলবার  উত্তর ইয়ারংছড়ি সেনা ক্যাম্পের দেড় কি.মি. পর্যন্ত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগটি উত্তর ইয়ারংছড়ির ৬নং ওয়ার্ডের ৩ কি.মি. পর্যন্ত স্থাপন করা হবে।
বিদ্যুৎ সংযোগটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অনুতর চাকমা, দীঘিনালা আবাসিক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন, ইয়ারংছড়ি ক্যাম্প সুবেদার মোঃ দুলাল মিয়া, ইয়ারংছড়ি সেনা মৈত্রী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল হোসেন মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button