রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত কুতুপালংয়ের সাদেক সহ গ্রেফতার-৮

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।ধৃতদের নিকট থেকে ৬৭০ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় ক্যাম্প অভ্যন্তর থেকে কাগজপত্র বিহীন একটি পিকআপ গাড়ীও জব্দ করে শাহপুরী হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে।ধৃতদের মধ্যে ৫জনকে অর্থদন্ডে দন্ডিত করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।একজনকে ডাকাতি প্রস্তুতি মামলায় ও দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার দেখিয়েছে। ১৩ জানুয়ারী দিবারাত্রি কুতুপালং ক্যাম্প-২ ইস্ট,ব্লক-এ-২ ‘র শুক্কুর মাঝির পানের দোকান থেকে ইয়াবা সহ ধৃতরা হলো,কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের সৈয়দ আমিন (১৯), পিতা-দিল মোহাম্মদ, এমআরসি- ৪০১৩১,রুম- ৫-৬, শেড নং-২৫, ব্লক-এ ও রাজাপালং ইউপির কুতুপালং এলাকার শাহাব উদ্দিনের ছেলে মোঃ সাদেক(২০)। তাদের নিকট থেকে ১৪০ পিস এবং অপর এক অভিযানে ৫৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করতঃমামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক।