সাধারণ
রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহালছড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

রিপন ওঝা :রেডক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিট মহালছড়ি শাখার উদ্যোগে করোনা কালীন ত্রাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মহালছড়ি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে ২০ নভেম্বর শুক্রবার মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি শাখার সহসভাপতি এ্যাডভোকেট মোঃ জসীম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহালছড়ি ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা রতন কুমার শীল; মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দীপক সেন, সাংবাদিক সাহাদাৎ হোসেন,সাংবাদিক রিপন ওঝা, ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, মোঃ রিমন মিয়া, বিনয় ভূষণ শাস্ত্রী, পপি বড়ুয়া, মোঃ সুমন মিয়া,মোঃ হাবীব,বীথি আক্তার, মনির হোসেনসহ অসংখ্য সেচ্ছাসেবক ।