শাহজাহান কবির সাজু : পানছড়ি উপজেলার উত্তর দুদুকছড়ায় দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে নিহত গৃহবধূ রুপসি চাকমার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে লোগাং জোন (৩ বিজিবি)।
৫ মার্চ, বুধবার, পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া সরেজমিনে রুপসি চাকমার বাড়িতে যান। তিনি নিহতের স্বামী হেমন্ত চাকমা ও মেয়ে বন্দনা চাকমার খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
এ সময় রুপসির শিশুকন্যা বন্দনা চাকমার জন্য পোশাক ও খেলনা উপহার দেন তিনি। পাশাপাশি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন। স্থানীয় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।
নিহতের পরিবার ও এলাকাবাসী বিজিবির এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ৩ মার্চ, সোমবার, উত্তর দুদুকছড়ায় পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের সংঘর্ষে রুপসি চাকমা প্রাণ হারান।
আপনার মতামত লিখুন :