রামগড়ে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপির সিরিজ বৈঠক


admin প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন /
রামগড়ে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপির সিরিজ বৈঠক

রামগড়ে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপির সিরিজ বৈঠক

রামগড় অফিস :
ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। একদল উশৃংখল লোক মানুষ হত্যা, আগুন দেয়া, লুটপাট ভাংচুর সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এইসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে পাহাড়ের জনপদ রামগড় উপজেলাকে রক্ষায় এগিয়ে এসেছে রামগড় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন।
খাগড়াছড়ি জেলার রামগড়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এরই মধ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর হোসেন নুরু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ মিঠু প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে রামগড়ের সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং আওয়ামীলীগসহ বিভিন্ন ধর্মীয় উপাসনা হামলা এবং নেতাকর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ হামলা না করতে পারে। সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো.আব্দুল ওয়াদুদ ভূঁইয়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
এসময় বক্তারা আরও বলেন কেউ যদি ব্যাক্তিগত সমস্যা নিয়ে কোনো ধরনের অপরাধ বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন। তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে সম্প্রীতির রামগড় গড়তে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করার পর থেকে রামগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সম্প্রদায় ও এলাকাবাসীর সাথে সিরিজ বৈঠক করে যাচ্ছেন বিএনপি। এরই মধ্যে পাড়ায় পাড়ায় দলীয় নেতৃবৃন্দকে মান্যগণ্য ব্যাক্তিদের নিয়ে সামাজিক বৈঠক ও প্রচারনার উদ্যোগ নিয়েছেন দলটি।